কক্সবাজারে ইয়াবা সেবন ও বিক্রির দায়ে ৫ জনের দণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

কক্সবাজার শহরে ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার দুইজনকে কারাদণ্ড ও তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক কক্সবাজার জেলা প্রাশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় এ আদেশ দেন।

কক্সবাজার মাদক নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে ইয়াবা বেচা-কেনার দায়ে গ্রেফতার সাজ্জাদকে দুই মাস ও হামিদাকে ৬ মাসের কারাদণ্ড এবং মাদক সেবনের দায়ে কলিমকে ৫ হাজার, ইব্রাহিমকে ৩ হাজার টাকা অর্থদণ্ড ও শরীফকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের এডি সোমেন মন্ডল, ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।