প্রশ্ন ফাঁস : মানিকগঞ্জে দুই শিক্ষক রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক কেচিং সেন্টারের দুই শিক্ষকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক নাজনীন রেহেনা এই আদেশ দেন।

সোমবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শুরুর আগ মুহূর্তে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় শিক্ষক রুবেল হোসেন ও শরিফুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তারা দু’জন স্থানীয় ফ্রেন্ডস কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষক। পুলিশ তাদের কাছ থেকে মোবাইল ফোন ও বই জব্দ করে। শিক্ষকের মোবাইল ফোনে পাওয়া ইংরেজী প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সিংগাইর থানায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠান।

বি.এম খোরশেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।