গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২০ জুলাই ২০১৫

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে জালাল উদ্দিন (৫৫) ও নেত্রকোনার সুষম দূর্গাপুর উপজেলার হাশেম মিয়ার ছেলে আলামিন (১৪)।

স্থানীয়রা জানান, বাইমাইল কাদের মার্কেট এলাকায় দুপুর ১টার দিকে আলামিন বাড়ির উঠানে কাপড় শুকাতে দিতে যায়। এ সময় জিআই তারের সঙ্গে বিদ্যুতের তার সংস্পর্শ হয়ে আলামিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে উঠানে জমে থাকা বৃষ্টির পানিও বিদ্যুতায়িত হয়ে যায়। এক পর্যায়ে পাশের ঘর থেকে জালাল দেখতে পেয়ে আলামিনকে উদ্ধার করতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে জালাল মারা যায়। এরপর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলামিনকেও মৃত ঘোষণা করে।
তারা দুজনেই বাইমাইল কাদের মার্কেট এলাকার হুমায়ূন মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতের।

মরদেহ তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
                    
আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।