শাহজালালের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। সোমবার বিকেল সাড়ে ৫টায় তিনি সার্কিট হাউস থেকে বের হয়ে সন্ধ্যা পৌনে ৬টায় শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান। সন্ধ্যা ৬টায় তিনি মাজার জিয়ারত করেন।

বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বিপুল সংখ্যক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রয়েছেন। দরগাহ গেটে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাকে সেখানে স্বাগত জানান।

খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সন্ধ্যা সোয়া ৬টায় হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওয়ানা হন।

এর আগে সোমবার বিকেল ৪টা ২৭ মিনিটে তিনি সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। এরপর তিনি সার্কিট হাউসে দুপুরের খাবার শেষে দুই ওলীর মাজার জিয়ারতের উদ্দেশে বের হন।

ছামির মাহমুদ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।