চিতলমারীতে সংঘর্ষে যুবক নিহত


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২০ জুলাই ২০১৫

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে লিটন শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়বাড়িয়া এলাকার যুবক উজ্জল মোল্লার সঙ্গে শনিবার পার্শ্ববর্তী পিংগুড়িয়া এলাকার লিটন শেখ ও আমিনুর শেখের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আর এরই জের ধরে বিকেলে উজ্জল মোল্লা পিংগুড়িয়া এলাকার সাহেবের ব্রিজ এলাকায় গেলে প্রতিপক্ষ সন্ত্রাসী আমিনুর, লিটন, মিলন, ইয়ান, শুকুর, মনির, রাসেল, এনায়েত তাকে ধরে নিয়ে বেদম মারপিট শুরু করে। খবর পেয়ে উজ্জল মোল্লার লোকজন সংঘবব্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

খবর পেয়ে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) কাশেম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদসহ বেশ কজন পিংগুড়িয়া এলাকায় পৌঁছায়। এ সময় লিটন সেখ, আমিনুরসহ বেশ কয়েকজন পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় এসআই কাশেম, এএসআই হামিদ, ও কনস্টবল মুকুল গুরুতর আহত হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়।
 
সংঘর্ষে আহতদের উদ্ধার করে চিতলমারী ও০ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্যা জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছে। উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষকারীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রলে রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

শওকত আলী বাবু/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।