পরীক্ষার হলে এক বস্তা নকল, বহিষ্কার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার সাতক্ষীরার তালা উপজেলা সদরের তালা আলিয়া মাদরাসা ও শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক বস্তা নকল উদ্ধার করা হয়েছে। এ সময় বহিষ্কার করা হয়েছে চার পরীক্ষার্থীকে।

সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এমন চিত্র দেখে অবাক হন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে এক বস্তা নকল উদ্ধারসহ চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

satkhira

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন জাগো নিউজকে জানান, সব পরীক্ষা কেন্দ্রে নকলের ছড়াছড়ি। প্রথম পরীক্ষার দিনে নকলে সহায়তা করায় তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়। আজকের দ্বিতীয় দিনের পরীক্ষায় তালা আলিয়া মাদরাসা ও শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক বস্তা নকল উদ্ধার করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে চার শিক্ষার্থীকে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।