চিরিরবন্দরে শিক্ষকের প্রতারণায় পরীক্ষা দিতে পারেনি ১২ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষকের প্রতারণার কারণে ১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারেনি। এই ঘটনায় দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। চিরিরবন্দর উপজেলার ভুষিবন্দর এস.কে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটেছে।

গ্রেফতার শিক্ষকরা হলেন- এস কে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সিঙ্গানগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরুঞ্জন রায় নিরু (৩৫) ও তার সহযোগী সিঙ্গানগর হাই স্কুলের প্রধান শিক্ষক অজয় রায় (৪০) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম বারের মত এসএসসি পরীক্ষা দিতে উপজেলার ভূষিবন্দর এস কে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯ ছাত্র ও তিন ছাত্রীকে সিঙ্গানগর হাই স্কুল থেকে ফরমপূরণ করানো হয়। ৩১ জানুয়ারি পর্যন্ত তারা প্রবেশপত্র পায়নি। গত বুধবার তাদেরকে জানানো হয় পরীক্ষার প্রথম দিন সকাল ৮টার সময় প্রবেশপত্র দেয়া হবে। বৃহস্পতিবার সকালে ১২ জন পরীক্ষার্থী প্রবেশপত্র নেয়ার জন্য সকাল ৮টার মধ্যে উপস্থিত হয়। প্রবেশপত্র না পেয়ে পরীক্ষার্থী ও অভিভাবকসহ উত্তেজিত জনতা দুই শিক্ষককে এস কে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ করে অফিস ভাঙচুর করে। পরে পুলিশ এসে দুই শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যায়।

এ ব্যাপারে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা জানায়, শিক্ষক নিরুঞ্জন রায় নিরু রেজিস্ট্রেশন ও ফরম পূরণ বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫ হাজার করে টাকা নিয়েছেন। তিনি আমাদের কোনো কাগজপত্র বোর্ডে জমা দেননি। তিনি প্রতারণা করেছেন।

চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম জানান, দু’জন শিক্ষককে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। অভিভাবকদের অভিাযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী জানান, পরীক্ষার্থীর অভিভাবকদের ডাকা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।