একসঙ্গে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশে সেভাবেই সংবিধান অনুযায়ী বিজয়ের মাসেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে নব-নির্মিত রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চাই। সংবিধানের বাইরে কারো যাওয়ার অধিকার নাই। এমনকি শেখ হাসিনারও যাওয়ার অধিকার নাই।
বিএনপি নেত্রীকে উদ্দেশ্যে করে নাসিম বলেন, নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। জনগণকে যদি ভয় না পান তাহলে কেন নির্বাচনে আসবেন না। নির্বাচন হবে এবং মাঠে খেলা হবে। সেখানে যে জিতবে সেই ক্ষমতায় যাবে। আমরা খোলা মাঠের খেলায় বিশ্বাস করি। গোপন খেলায় বিশ্বাস করি না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক সংকট থেকে মুক্তির জন্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যে একসঙ্গে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. রহিম বকসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিম।
রুবেলুর রহমান/এএম/এমএস