খালেদার রায় নিয়ে কিছু বলতে চাই না : আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন। আদালতে যা হবার তাই হবে। বিভিন্ন প্রক্রিয়া শেষেই খালেদা জিয়ার বিরুদ্ধে রায় হবে। তবে এ নিয়ে আমি কিছু বলতে চাই না।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কোর্ট নির্বাচন স্থগিত করেছে, বিএনপি বলছে আইন মন্ত্রণালয় স্থগিত করিয়েছে। এটা পাগল ছাড়া কেউ বলতে পারে না। বিএনপি এমন কথা বলে কারণ তারা তাদের সময়ে এমন কাজ করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সাবেক সভাপতি বাহাদুর বেপারি, উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও বিচার প্রক্রিয়ার ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩৮ জনকে সংবর্ধনা স্মারক দেয়া হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।