দেড় মাস জেল খেটে জামিনে মুক্ত মন্ত্রীপুত্র

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

সাংবাদিককে মারধরের মামলায় দেড় মাস হাজতবাসের পর ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র ও পাবনার ঈশ্বরদীর যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার দুপুরে জামিন শুনানি শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরুজ্জামান তাকে জামিন দেন। তমালের আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ নভেম্বর সাংবাদিক মারধরের ঘটনার অভিযোগে ডিবিসি নিউজের সাংবাদিক পার্থ হাসান বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন।

তমাল গত ১৩ ডিসেম্বর পাবনার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

এরপর পাঁচবার নিম্ন আদালতে তমালের জামিনের আবেদন নামঞ্জুর হয়। রোববার পাবনার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে জামিন মঞ্জুর করেন আদালত।

আলাউদ্দিন আহমেদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।