কৃষাণীদের সঙ্গে পানি টানা খেললেন তারানা হালিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নারীদের পানি টানা খেলায় অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খেলাধুলা বিষয়ক বিনোদনমূলক অনুষ্ঠান ‘কৃষক বিনোদন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে কৃষাণীদের সঙ্গে পানি টানা খেলায় অংশ নেন প্রতিমন্ত্রী। এতে তিনি বিজয়ী হন।

jagonews24

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে কৃষাণ-কৃষাণীরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমও কৃষাণ-কৃষাণীদের সঙ্গে খেলায় অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

jagonews24

এ প্রসঙ্গে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের খেলায় অংশগ্রহণে এ প্রতিযোগিতা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। অংশগ্রহণকারী কৃষাণ-কৃষাণীরা বেশ উৎসাহবোধ করেছেন। তিনি যে শুধু প্রতিমন্ত্রীই নন এ উপজেলার সন্তান, খেলায় অংশগ্রহণের মাধ্যমে এটুকু প্রমাণ করেছেন ।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।