কমলগঞ্জের লোকালয়ে চিতাবিড়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

 

মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্লভ প্রজাতির একটি চিতাবিড়াল ধরা পড়েছে। শনিবার বিকেলে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের সমিজ মিয়ার বাড়ি থেকে এলাকাবাসী বিড়ালটিকে আটক করে।

বিড়ালটিকে আটকের পর এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। বনবিভাগের লোকজন ঘটনাস্থলে আসলে তাদের কাছে চিতাবিড়ালকে হস্থান্তর করা হয়। পরে কুরমা বনবিট কর্মকর্তা জহিরুল ইসলাম স্থানীয় লোকজনের উপস্থিতিতে সন্ধ্যায় আদমপুর বনবিট এলাকায় চিতাবিড়ালটিকে অবমুক্ত করেন।

বন্যপ্রাণি গবেষক তানিয়া খান জাগো নিউজকে জানান, চিতাবিড়াল সাধারণ নিশাচর প্রাণি। এরা ছোট ছোট প্রাণি শিকার করে খায়। সংরক্ষিত বনাঞ্চল এবং সুন্দরবনে চিতাবিড়ালের দেখা মিলে। এটি বিলুপ্ত প্রজাতির প্রাণি।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, এটি একটি দুলর্ভ প্রজাতির বিড়াল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যের সন্ধানে বিড়ালটি লোকালয়ে ঢুকে পড়েছিল।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।