চট্টগ্রামে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ১৯ জুলাই ২০১৫
ফাইল ছবি

চট্টগ্রামে পাহাড় ধসে একই পরিবারের তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে আমিন কলোনিতে শাহজাহান মিস্ত্রীর ঘরে পাহাড় ধসে পড়লে একই পরিবারের তিন শিশুর প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে রাত দেড়টার দিকে লালখান বাজারের পোড়া কলোনি এলাকায় দেয়াল ধসে মরিয়ম বেগম (৩০), তার মেয়ে সুরাইয়া (২) এবং প্রতিবেশী মেয়ে আঁখির (৫) প্রাণহানি ঘটে।

পাহাড় ধসের ঘটনায় যারা নিহত হয়েছেন তারা হলেন, আরাফাত হোসেন ফরিদ (১২), উম্মে সালমা (৫) ও বিবি মরিয়ম (২) নামে তিন ভাই-বোন ।

স্থানীয় লোকজন মাটিচাপা পড়া শিশুদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন দেয়াল ধসে তিনজনের প্রাণহানির খবর নিশ্চিত করে বলেন, রাতভর টানা বৃষ্টির কারণে পানির ঢলে দেয়াল ধসে পড়ে এ ঘটনা ঘটেছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।