কন্যা উৎসবে মঞ্চ মাতালেন এমপি মমতাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:১৫ এএম, ২৭ জানুয়ারি ২০১৮

ঝালকাঠি কন্যা উৎসবে গানে গানে মাতালেন ফোক গানের সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ। মমতাজের গানের তালে তালে হেলে-দুলে নেচেছেন ঝালকাঠির কন্যারা। শুক্রবার বিকেলে এ উৎসব উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঝালকাঠি সরকারি বালিকা বিদ্যালয়ের মাঠে হয় এ উৎসব।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা। সভাপতিত্ব করেন কন্যা উৎসবের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা।

এ সময় ঝালকাঠির গুণী কন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার প্রশাসন ক্যাডারের প্রথম নারী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা নাসরিন। শিক্ষা ক্যাডারে ঝালকাঠির প্রথম নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নুরজাহান সরকার, ঝালকাঠির কন্যা ও মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা প্রমুখ।

momtaz

আলোচনাসভা শেষে রত্নগর্ভা মা, বিশেষ গুণীজন, কৃতি কন্যা, সম্ভাবনাময়ী গুণী কন্যার মাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৮ জনকে সম্মাননা স্মারক দেয়া হয়। এর পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও মনোজ্ঞ গান অনুষ্ঠিত হয়। রাত ৯ টার দিকে মঞ্চে আসেন কণ্ঠ শিল্পী ও ফোক গানের সম্রাজ্ঞী সংসদ সদস্য মমতাজ বেগম। একে একে ৭ টি গান পরিবেশন করেন তিনি। গানের তালে তালে উল্লাসিত হয়ে আয়োজক ও উপস্থিত নারী দর্শকরা হেলে-দুলে যেমন খুশি তেমন নৃত্য পরিবেশন করেন। রাত সাড়ে ১০ টায় সঙ্গীতানুষ্ঠান শেষ হয়।

আতিকুর রহমান/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।