খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি নির্বাচনে যাবে না : রিজভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। সরকার বিএনপি চেয়ারপারসনকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। কিন্তু সেটা তারা পারবে না।

শুক্রবার বিকেলে ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি মরহুম অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমানের কবর জেয়ারত শেষে জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বেগম জিয়া সবচাইতে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের নেত্রী । জাতীয়তাবাদী শক্তির প্রতীক তিনি । তাকে বাদ দিয়ে শেখ হাসিনা কোনো নির্বাচন বাংলাদেশে করতে পারবেন না।

রিজভী বলেন , শেখ হাসিনার অধীনে নয়, একটি সহায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জহিরুল হক মিলু/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।