পাহারাদারকে বেঁধে রেখে মন্ত্রীর খামারের ১০ গরু চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের খামারবাড়ির প্রধান গেটের তালা ভেঙে পাহারাদারকে বেঁধে রেখে ১০টি গরু নিয়ে গেছে একদল চোর। শুক্রবার ভোর রাতে উপজেলার রাজারামপুর ফকিরপাড়ায় এ চুরির ঘটনা ঘটে।

খামারবাড়ির পাহারাদার লোকমান আলী জানান, ভোর রাতে খামারবাড়ির প্রধান গেটের তালা ভেঙে একদল চোর খামারবাড়িতে প্রবেশ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে বেঁধে ফেলে এবং খামারে থাকা বিদেশি জাতের ১০টি গাভী নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার সময় মন্ত্রী মহদয়ের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ঘটনাস্থল থেকে চোরদের ভেঙে ফেলা তালা ও রড আলামত হিসেবে জব্দ করা হয়। এ ঘটনার পর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার ও চোরদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

এমদাদুল হক মিলন/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।