দেশের বিভিন্ন জেলায় ঈদ জামাত অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৮ জুলাই ২০১৫

চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় শনিবার যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আমাদের সংবাদদাতা জানান, চট্টগ্রামে সকাল সাড়ে আটটায় নগরীর জামেয়াতুল ফালাহ মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টি হওয়ার কারণে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের চরম অসুবিধায় পড়তে হয়।

এছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রতিটি ওর্য়াডে একটিসহ মোট ১৩৮টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল আটটায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও রেকর্ড সংখ্যক লোক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া সকাল ৯টায় হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জামে মসজিদ, শেখঘাট, কানিশাইল ঈদগাহে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

eidযথাযথ ভাবগম্বীর্য়ের মধ্যে দিয়ে খুলনায় মুসলিম উম্মার সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। খুলনায় ঈদ-উল-ফিতরের সর্ববৃহত্তম ও প্রধান জামাত নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছে।

নগরী ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য সমবেত হয়। প্রায় অর্ধ লক্ষাধিক মুসাল্লি এখানে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে ১০টার মধ্যে নগরীর জামে কশাই মসজিদ, এবায়দুল্লাহ মসজিদ, পুলিশ লাইন মসজিদ, মাহামুদিয়া মসজিদ, ফকির বাড়ি মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, সাগরদী মসজিদ, স্টিমার ঘাট মসজিদ, চরমোনাই দরবার শরীফ মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীতেও পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। সকাল অাটটায় রাজবাড়ীর রেলওয়ে ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

eid

রাজবাড়ী-১ আসনের সাংসদ, জেলা প্রশাসকসহ সরকারি বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ এ জামাতে অংশ নেন। এ জামাতে পুরুষদের পাশাপাশি মহিলারাও নামাজে অংশ নেন।

আর বৈরী আবহাওয়ার মধ্যে সকাল আটটায় নড়াইলের পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীরসহ হাজার হাজার মুসল্লী ঈদের প্রধান জামাতে শরিক হন।

eid

সকাল সাড়ে আটটায় থানা মসজিদ, সকাল ৯টায় রুপগঞ্জ বাজার জামে মসজিস, ভওয়াখালী ঈদগাহ ময়দান, ভওয়াখালী উল্টপাড়া ঈদগাহ ময়দান, কুড়িগ্রাম পশ্চিমপাড়া ঈদগাহ ময়দান, সকাল ১০টায় ভাদুলিডাঙ্গা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া যশোর, মাদারীপুর ও ধামরাইসহ বিভিন্ন জেলায় অত্যন্ত মর্যাদায় ঈদ পালন করা হয়।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।