আমাগো আবার ঈদ!


প্রকাশিত: ০৫:৫১ এএম, ১৮ জুলাই ২০১৫

চাইর কুলে (চার দিকে) পানি আর পানি। কই যামু আর কি খামু হেইয়া (তা) ই তো কইতে (বলতে) পারি না। আমাগো আবার ঈদ! কথাগুলো বলছিলেন টানা বৃষ্টি ও অতিরিক্ত জোয়ারের পানি বৃদ্ধিতে প্লাবিত বলেশ্বর নদের তীরবর্তী ভাঙন কবলিত পিরোজপুরের চাড়াখালী গুচ্ছগ্রামের বিধবা রিনা বেগমের (৪২)।

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বলেশ্বর নদের তীরবর্তী চাড়াখালী গুচ্ছগ্রামের ভ্যান চালক ছেলে শাহিনের (২০) সাথে বসবাস করছেন রিনা। ছেলের উপার্জনে কোনোভাবে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে তারা। তাই ঈদ বস্ত্র কেনার মতো সামর্থ নেই তাদের।

অনেক আগেই ভাণ্ডারিয়ার চরখালী গ্রামের ফজলু মৃধার সাথে কঁচা নদীরে তীরের ঘর বাধেন রিনা। স্বামী ফজলু মৃধাও মারা গেছেন বেশ কয়েক বছর হলো। এদিকে স্বামীর বসতঘরও ভেঙে গেছে কঁচা নদীর কড়াল গ্রাসে।

rain

রিনা বেগমের মতো করে কঁচা ও বলেশ্বর নদের তীরবর্তী উপজেলার প্রায় দুই সহস্রাধিক পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে উপজেলার বালিপাড়ার সাউথখালী চর, বালিপাড়া খোল পটুয়া আবাসন কেন্দ্র, পাড়েরহাট আবাসন কেন্দ্র, উমেদপুর, টগড়া, টেংরাখালী, চর-বলেশ্বর, সাউথখালী, বালিপাড়া, কলারন, চন্ডিপুর, কালাইয়া, ইন্দুরকানী, চাড়াখালী, সেউতিবাড়িয়া গ্রামের নিম্ন আয়ের মানুষেরা সব থেকে বেশি বিপাকে পড়েছেন।

এ বিষয়ে উপজেলার বালিপাড়ার দিন মজুর ছালাম (৪৫) সাংবাদিকদের জানান, দেওইতে (বৃষ্টিতে) কোনো কাম কাইজ (কাজকর্ম) নাই। হেইর লইগ্যা (তার জন্য) তিনডা (তিনটা) মাইয়া পোলারে ঈদে কোনো জামা কাপুড় দেতে পারি নাই।

আবার চাড়াখালী গ্রামের চার সন্তানের জননী নুপুর বেগম (৩২) কান্না জড়িত কন্ঠে জানান, পোলার বাপে সাগরে গেছে কোনো মাছ পায় নাই। হেই জিন্নে মাইয়া পোলারে কোনো কিছু কিন্না দেতে পারি নাই। ঈদের দিন পোলা পানরে এট্টু সেমাই নাস্তাও খাওয়াইতে পারমু না। মোর মাইয়ায় কয় ঈদের দিন নানা গো ঘর দিয়া ইট্টু সেমাই খাইয়া আইয়া মোরা সবাই কতডু বিষ খাইয়া মইররা থাকমু আনে। মোগো তোর আর ঈদ নাই। এমন আক্ষেপ এই উপকূলীয় এলাকার হতদরিদ্র পরিবারগুলোর সবাইর।

এ বিষয়ে পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন সাংবাদিকদের জানান, টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে জলাবদ্ধতার কারণে ঈদ আনন্দ অনেকটা ম্লান হতে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। কিন্তু আমাদের চাহিদার তুলনায় বরাদ্দের পরিমাণ অপ্রতুল হওয়ায় আমার সবাইকে সহযোগিতা করতে পারি নাই।

হাসান মামুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।