মন্ত্রিত্ব দিয়ে পুরস্কৃত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন, মন্ত্রিত্ব দিয়ে এ অঞ্চলের মানুষকে পুরস্কৃত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এ অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ধন্যবাদ জানান তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের ভাগ্যেও উন্নয়ন হয়। বাংলাদেশ এখন মাধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নত দেশে পরিণত করার জন্য সরকার কাজ করছে। এজন্য তিনি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
খাদ্য প্রতিমন্ত্রী বিএনপি`র সমালোচনা করে বলেন, যারা মানুষকে ধোকা দিয়ে মিথ্যাচার করে এদেশের মানুষ এখন তাদের বর্জন করেছে। আওয়ামী লীগ সরকার মানুষকে ধোকা দেয় না। এছাড়া মিথ্যাচারকেও প্রশ্রয় দেয় না। কাজেই আগামী দিনে এ অঞ্চলে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল থাকবে না।
খাদ্যমন্ত্রী শপথ নেয়ার পর বাড়ি ফিরেই প্রথম তার বাবা প্রায়ত সাংসদ করিম উদ্দিন আহম্মেদের কবর জিয়ারত করে। এরপর যোগ দেন স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসীর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
ভাষা সৈনিক মহেন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ রশিদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, ছাত্রলীগের সভাপতি হারুন উর রশিদ প্রমুখ।
এর আগে তিস্তা সড়ক সেতু এলাকায় পৌঁছলে জেলার সর্বস্তরের সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তার দু`ধারে দাঁড়িয়ে খাদ্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রবিউল হাসান/এআরএ/পিআর