সমুদ্রে গোসল করতে নেমে দুই রাখাইন তরুণের মৃত্যু


প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৭ জুলাই ২০১৫

রাখাইন সম্প্রদায়ের বর্ষা উৎসবে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই রাখাইন তরুণের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। এখনো আরো তিন জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।
 
নিহতরা হলেন, ইমন চৌধুরী (২৩) ও মম সেন (২৪)। এর মধ্যে ইমন চৌধুরী ঢাকার রাজউক মডেল কলেজের ছাত্র বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাখাইন সম্প্রদায়ের বর্ষা উৎসব উপলক্ষে বিকেলে রাখাইন তরুণ-তরুণীরা সাগর স্নান করতে নামে। এসময় ইমন চৌধুরী ও মম সেন পানিতে ডুবে মারা যায়। এখনও নিখোঁজ রয়েছে আরো তিনজন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

রবি লাইফ গার্ডের ইনচার্জ সৈয়দ নুর জানান, অতিরিক্ত মদ্যপ অবস্থায় থাকার কারণে ঢেউয়ের ধাক্কায় তারা দুর্বল হয়ে পানিতে তলিয়ে যায়।

সায়ীদ আলমগীর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।