নারায়ণগঞ্জে অস্ত্রধারীদের গ্রেফতার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২২ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

হকার ইস্যুতে নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় অস্ত্র প্রদর্শন এবং গুলি ছোড়া সন্ত্রাসীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন।

এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সাংবাদিক নেতারা পুলিশ সুপারের কাছে দাবি জানান। সোমবার দুপুরে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এ স্মারকলিপি দেয়া হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও জেলা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি আফজাল হোসেন পন্টি স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় পেশাগত দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আমির হুসাইন স্মিথ, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, আরটিভির মো. শফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক তাপস সাহাসহ ১২ জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে শরীফ উদ্দিন সবুজ এখনো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হয়নি।

সংঘর্ষের ঘটনার সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী সন্ত্রাসী নিয়াজুল ইসলাম এবং শাহ নিজামসহ আরও অনেকে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যা পরদিন অর্থাৎ ১৭ জানুয়ারি জাতীয় এবং স্থানীয় পত্রিকাগুলোতে তাদের হাতে অস্ত্রসহ ছবি ছাপা হয়েছে।

এমতাবস্থায় এ অঞ্চলের সাংবাদিকদের জীবনের নিরাপত্তাজনিত বিষয়টি খেয়াল রেখে অনতিবিলম্বে অস্ত্রধারীদের আইনের আওতায় আনার ব্যস্থা গ্রহণ করুন। নতুবা নারায়ণগঞ্জ জেলার সব সাংবাদিক রাস্তায় নামতে বাধ্য হবো।

মো. শাহাদাত হোসেন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।