ঈশ্বরদীতে রাবেয়া ওয়েল মিলসকে ৮০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত: ১১:২২ এএম, ১৭ জুলাই ২০১৫

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান পিএএম এর নেতৃত্বে পাবনা ক্যাম্প এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র এর যৌথ উদ্যোগে ঈশ্বরদী উপজেলার গোয়ালবাথান গ্রামে শুক্রবার দুপুরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে রাবেয়া ওয়েল মিলস নামে একটি প্রতিষ্ঠানকে ৮০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেজাল পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, নকল খৈল এবং খৈল বানানোর মাটিযুক্ত ১২-১৫ ট্রাক বিভিন্ন ভেজাল উপাদান সিলগালা  করা হয়।

আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।