কমিউনিটি সেন্টারে মাদক-জুয়ার আসর থেকে আটক চার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২২ জানুয়ারি ২০১৮

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বিতর্কিত অবকাশ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে মাদক ও জুয়ার আসর থেকে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকদের মধ্যে কমিউনিটি সেন্টারটির মালিক নুরুল আবছারও রয়েছেন। আটক দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা ও একজনকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলির নেতৃত্বে রবিবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে রামু থানার উপ-পরিদর্শক একরামসহ পুলিশ সদস্যরাও অংশ নেন।

স্থানীয়রা জানান, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের পার্শবর্তী এ কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন মাদক, জুয়া ও নারীদের নিয়ে অবৈধ কার্যকলাপ চলছিল। স্থানীয়রাও এসব আসরে গিয়ে চরম নৈতিক অধপতনের দিকে ধাবিত হওয়ায় এলাকাবাসী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন আকস্মিক এ অভিযান চালায়।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি জানিয়েছেন, অভিযানে চারজনকে আটক করা হয়। এদের মধ্যে কমিউনিটি সেন্টারটির মালিক আবছার ও সেখানে বেড়াতে আসা জহিরকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং সদর উপজেলার ঈদগাঁওর ইসলামাবাদ এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মোহাম্মদকে পাঁচদিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।