কুমিল্লায় ঈদের জামাত কোথায় কখন


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৭ জুলাই ২০১৫

আজ চাঁদ দেখা গেলে শনিবার ঈদ। প্রতিবারের মতো এবারো কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
 
পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হলেও নগরীর ২৭টি ওয়ার্ডের ঈদের জামাতগুলো হবে, মৌলভীপাড়া ঈদগাহ, ভাটপাড়া পূর্বপাড়া জামে মসজিদ, ভাটপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ, রেইসকোর্স নূর মসজিদ, মোগলটুলী শাহসুজা মসজিদ, শুভপুর শাহী ঈদগাহ ময়দান, অশোকতলা জামে মসজিদ, উত্তর আশরাফপুর (হালুয়াপাড়া) জামে মসজিদ, উত্তর চর্থা মিরসাঈদুর জামে মসজিদ, দক্ষিণ চর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দক্ষিণ চর্থা কবরস্থান মসজিদ, টিক্কারচর কারবালা মাঠ (বৃষ্টি হলে সংরাইশ পাক পাঞ্জাব জামে মসজিদ), নূরপুর গুধীরপুকুরপাড় জামে মসজিদ ঈদগাহ, দিশাবন্দ কেন্দ্রীয় ঈদগাহ, সদরগাজী জামে মসজিদ, পুরাতন পদুয়ার বাজার ঈদগাহ, কোটবাড়ি গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং চৌয়ারা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টা থেকে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, `পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের জন্য কেন্দ্রীয় ঈদগাহ পরিপূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে ঈদের নামাজ নগরীর কান্দিরপাড় জামে মসজিদে পড়ার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দিন মুসল্লী ভাইয়েরা যাতে অজু এবং পানি পান করতে পারেন সে ব্যবস্থাও করা হয়েছে।`

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।