বরিশালে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৭ জুলাই ২০১৫

বরিশালের উজিরপুর উপজেলার নারায়াণপুরের গাবতলা নামক স্থানে দু’টি মাহিন্দ্রা টেম্পুর মুখোমুখি সংঘর্ষে নূরুন্নাহার বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৬ যাত্রী। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নিহত নূরুন্নাহারের স্বামী মো. সোলেয়মান মিয়া ও মেয়ে মুন্নিকে (১০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহত গৃহবধূ নূরুন্নাহারের বাড়ি উজিরপুর উপজেলার লস্করপুর গ্রামে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভগের চিকিৎসক ডা. দাস রণবীর আহতদের বরাত দিয়ে জানান, গাবতলা এলাকা অতিক্রম কালে দুটি মাহিন্দ্রা টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় মাহিন্দ্রার ৬ যাত্রী আহত হন। এদের মধ্যে নূরুন্নাহার বেগম, তার স্বামী সোলেয়মান মিয়া ও মেয়ে মুন্নিকে বরিশাল  শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে আসা হয়। সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালে আনা হলে তিনি নুরুন্নাহারকে মৃত বলে ঘোষণা করেন।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালকদের আটকের চেষ্টা চলছে।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।