দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক , নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২০ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

রংপুর বিভাগের বিভিন্ন জেলাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ৪ দশমিক ৫ মাত্রার ছিল। কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানী ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরের কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল এরং রংপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৮৭ কিলোমিটার উত্তরপূর্বে। উত্তরাঞ্চলে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

আমাদের জেলা প্রতিনিধিদের দেয়া তথ্য মতে, শনিবার সকালে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীসহ দেশের কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত (সকাল সাড়ে ৮টা) কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রচণ্ড শীতে চাদর মুড়িয়ে মানুষজন যখন ঘুমাচ্ছিলেন, তখনই এ ভূমিকম্প অনুভূত হয়। অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন।

অপরদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের গৌরীপুর থেকে ১২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে মাটির ১০ কলোমিটার গভীরে।

জিতু কবীর/এফএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।