চট্টগ্রামের আট কিশোরীর একজন লক্ষ্মীপুরে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮

চট্টগ্রাম মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আট কিশোরীর মধ্যে একজনকে বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

তার নাম তুহিন আক্তার পিনু। সে সদর উপজেলার আবিরনগর এলাকার শাহীন আলমের মেয়ে।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি গভীররাতে চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ এলাকার সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রানাধীন মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ওই কিশোরীসহ আটজন পালিয়ে যায়। কেন্দ্রের গ্রিল ভেঙে তারা পালায়।

লক্ষ্মীপুর মডেল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, বিভিন্ন মামলা ও জিডি মূলে কেন্দ্রে অবস্থানরত হেফাজতিদের মধ্যে আটজন পালিয়ে গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কিশোরীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে।

কাজল কায়েস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।