অটোরিকশা উল্টে শিশুসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে মাল বোঝাই ট্রাক্টর ট্রলি চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা খালে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এসময় নারীসহ আরও চারজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে ফজু মিয়ারহাট-করুনানগর সড়কের চরঠিকা মোহাম্মদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা অটোরিকশা যাত্রী হলেন, নোয়াখালীর আন্ডার চর এলাকার আলী আজমের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৬০) ও রিংকু (৪)। তারা ফজু মিয়ারহাট এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। তারা সবাই আত্মীয়। আহত মারজাহান বেগমসহ চারজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় লাকড়ি বোঝাই একটি ট্রাক্টর ট্রলি অটোরিকশাকে চাপা দেয়। এক পর্যায়ে ট্রাক্টরটি অটোরিকশার ওপর উল্টে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন ও সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এ ব্যাপারে কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ট্রাক্টরচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও অটোরিকশা উদ্ধারের পর জব্দ করা হয়েছে। ট্রাক্টর চালককে আটক করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।