বরিশালে ঈদ জামাতের সময়সূচি


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৬ জুলাই ২০১৫
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নানা সাজে সজ্জিত করা হয়েছে বিভাগীয় শহর বরিশালকে। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে লাল-নীল ফেস্টুন ও আলোকসজ্জা। সাজানো হয়েছে প্রধান প্রধান ঈদগাহ ময়দান। ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদের প্রধান প্রধান জামাতের সময়সূচি নির্ধারণ করেছেন।

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের এখানে ঈদের জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে।

বরিশালে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় চরমোনাই দরবার শরীফের মাদ্রাসা মাঠে। সেখানে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চরমোনাই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জানান, প্রতিবার ঈদ উল ফিতর ও ঈদ উল আযাহায় এখানে ১০ সহস্রাধিক মুসুল্লি ঈদের নামাজ আদায় করেন।

অপরদিকে, পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার নেছারবাদ মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করা হবে সকাল ৮টায়। সেখানেও ১০ সহস্রাধিক মুসুল্লি ঈদের নামাজ আদায় করেন। এছাড়া নগরীর কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল ইমাম সমিতি সূত্রে জানা যায়, কেন্দ্রীয় জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, বায়তুল মোকারম মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় এবং পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, সকাল সোয়া ৮টায় জেলগেট জামে মসজিদে এবং পোর্ট রোড জামে মসজিদ, নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা জামে মসজিদ, সাগরদী বাজার জামে মসজিদ, নুরিয়া স্কুল মাঠ ময়দান, ওয়াবদা জামে মসজিদ ও পাওয়ার হাউজ মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের অনুষ্ঠিত হবে।

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং জেলার ১০ উপজেলায় ছোট বড় অন্তত তিন শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।