ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদা আদায়কালে আটক ১৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে ঈদ উপলক্ষে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে র্যাব-১১, সিপিএসসি এর সদস্যরা ১৪ চাঁদাবাজকে আটক করেছে। বুধবার রাতে চাঁদাবাজির ৩৬ হাজার ১১ টাকাসহ তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদমজীস্থ র্যাব-১১ এর সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানান।
আটকরা হলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার মৃত ধনু মিয়ার ছেলে জহিরুল হক (৩০), একই জেলার পাইনাদীর ইব্রাহিম ভুঁইয়ার ছেলে চান বাদশা (৩০), ওয়াপদা কলোনির ইয়াছিন মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৮), শিমরাইল এলাকার আলী আকবরের ছেলে হালিম (৩৮), মিজমিজি এলাকার আবুল হাসেমের ছেলে আব্দুর রহিম (৩৭), পাইনাদীর সাত্তারের ছেলে সোহেল (২০), মুক্তিনগর বটতলার আব্দুস সালামের ছেলে আলমগীর হোসেন (১৮)।
এছাড়া মুক্তিনগর বটতলার নূর নবীর ছেলে শহিদ (২৫), আটি হাউজিংয়ের সোলাইমানের ছেলে ফারুক হোসেন (৩০), মিরাখোলা কাঠের পুল এলাকার দুদু মিয়ার ছেলে মহসিন (২০), আমতলা ভার্জিং বেকারি এলাকার মাহবুবুল সরকারের ছেলে রিপন (৩৫), চানপুর এলাকার মোসলেম মিয়ার ছেলে আব্দুল কাদের (৩৫), দেওয়ার বাড়ি এলাকার আব্দুল কাদিরের ছেলে আল আমিন (২৬), বন্দর থানার ফুলহর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে শুভ (১৮)।
প্রেস ব্রিফিং-এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর সিপিএসসি’র সদস্যরা জানতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে একটি চাঁদাবাজ চক্র ঈদ উপলক্ষে বিভিন্ন প্রকার যানবাহনের গতিরোধ করে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। ফলে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ১৪ চাঁদাবাজকে আটক করে।
র্যাব-১১ জানায়, আটকদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বইসহ ৩৬ হাজার ১১ টাকা উদ্ধার করা হয়েছে। র্যাব আরো জানায়,আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জহিরুল হক ২০১৫-২০১৬ সালের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে সিএনজি স্টেশনের জন্য ইজারা গ্রহণ করে এবং সিএনজি প্রতি ১৫ টাকা হারে ইজারা গ্রহণের শর্তে ইজারা পান।
কিন্তু তিনি (জহিরুল হক) ও তার নিয়োজিত লোকজন সিএনজি প্রতি জোরপূর্বক ১৫ টাকার স্থলে ৩০ টাকা করে চাঁদা আদায় করে এবং অবৈধভাবে ঈদ উপলক্ষে এ চাঁদাবাজ চক্রটি চলাচলারত যানবাহনের যাত্রীদের হয়রানিসহ প্রাইভেটকার হতে ৫০ টাকা ও যাত্রীবাহী বাস হতে ১০০ টাকা করে চাঁদা আদায় করে। র্যাব সদস্যরা অতিরিক্ত ইজারা ও চাঁদা আদায়ের সময় হাতে-নাতে তাদের আটক করে।
আটকদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব-১১ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শিমরাইল মোড়ের বাকি চাঁদাবাজদেরও র্যাব শীঘ্রই আটক করবে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদার।
হোসেন চিশতী সিপলু/এসএস/আরআইপি