রাজন হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন


প্রকাশিত: ০৯:০২ এএম, ১৬ জুলাই ২০১৫

সিলেটের কুমারগাঁওয়ে শিশু রাজন হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে স্মরকলিপি প্রদান করেছে রাজশাহীর সচেতন শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক ফজলে রাব্বি। এসময় অন্যদের মাঝে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, শিশু রাজনকে হত্যা সারা দেশের মতো রাজশাহীর মানুষও ব্যথিত। যারা এ নৃশংস হত্যার সাথে জড়িত তাদের অবশ্যই দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে।

শাহরিয়ার অনতু/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।