ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

ময়মনসিংহ সদর ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার ময়মনসিংহ শহরের পাটগুদাম, দাপুনিয়া ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ও হাজিরবাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের মোড়ে ট্রাক চাপায় শাহিন (৩০) নামে এক রিকশাচালক নিহত হন। নিহত শাহিনের বাড়ি তারাকান্দা উপজেলায়। এ দুর্ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। দুপুরে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের সদর উপজেলার দাপুনিয়ায় ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ফ্রিজমিস্ত্রি মারা গেছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে।

ভালুকা থানা পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুমায়ূন কবীর নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত হুমায়ূন গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

এছাড়া সকাল ৯টার দিকে একই সড়কের ভরাডোবায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মারা গেছেন। এতে আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতাউল করিম খোকন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।