ফেসবুকের অর্থে কেনা কম্বল চরাঞ্চলে বিতরণ
ফেসবুকের মাধ্যমে সংগৃহিত অর্থে সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার ৫শ’ শীতার্ত মানুষের মধ্য কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে তরুণ মানবসেবক মামুন বিশ্বাসের আয়োজনে দ্বাদশপট্টি মোড়ে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনায়েতপুর থানা পুলিশের ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজ। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ ও সমাজসেবক আমিনুল ইসলাম আল-আমিন, এনায়েতপুর-চৌহালী প্রেস ক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খান, সহ-সভাপতি মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ মুক্তার হাসান, মানবাধিকাকর্মী এমদাদুল হাক মিলন, সাংবাদিক নারায়ন মালাকার, সুজিত সরকার, জুবায়েল হোসেন বক্তব্য রাখেন।
আলোচনা শেষে এনায়েতপুর, চৌহালীর বিভিন্ন চরাঞ্চলের ৫শ’ শীতার্ত মানুষের মধ্যে অতিথিরা কম্বল তুলে দেন এবং আগামী বুধবার আরও ৫শ’ কম্বল দেয়া হবে এসব এলাকায়।
এমএএস/আরআইপি