এক ঘণ্টা ৫ মিনিটে তছনছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

ঝিনাইদহ পৌরসভা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ২টার সময় এ ঘটনা ঘটে। পৌরসভার সচিব আজমল হোসেন জানান, রাত ২টার দিকে মুখে মানকি টুপি পরিহিত এক চোর পৌরসভার কার্যালয়ে প্রবেশ করে।

এ সময় সে অফিসের কর্মকর্তাদের ৭টি রুমের তালা ভাঙে। কাগজপত্র তছনছ করে অফিসের ৪৫ হাজার টাকা ও কর্মকর্তা-কর্মচারীদের ২ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় দেখা গেছে রাত ২টা থেকে ৩টা ৫ মিনিট পর্যন্ত চুরি করে।

পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, অফিসের অনেক ডকুমেন্টসহ টাকা চুরি করে নিয়ে গেছে চোর। আমি দাফতরিক কাজে ঢাকাতে রয়েছি। এ সুযোগে একটি চক্র ষড়যন্ত্র করে পৌরসভা কার্যালয়ের চুরির ঘটনা ঘটিয়েছে।

শনিবার সকালে পৌর কর্মকর্তা-কর্মচারীরা এসে বিষয়টি টের পায়। পরে পুলিশ এসে নমুনা উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি এমদাদুল হক বলেন, চুরির ঘটনায় যে বা যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে।

আহমেদ নাসিম আনসারী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।