ভারতে পাচারকালে ৪৯৪টি কচ্ছপসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:১১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

বরিশাল থেকে ভারতে পাচারের সময় খুলনায় ৪৯৪টি কচ্ছপসহ ৩ জনকে গ্রেফতার করেছে বন বিভাগ ও র্যাব। মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে শুক্রবার গভীর রাতে পিকআপ ভর্তি কচ্ছপসহ তাদের আটক করা হয়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, র্যাবের সহযোগিতায় জিরো পয়েন্ট এলাকায় একটি পিকআপ আটক করা হয়। ওই পিকআপের মধ্যে ৮টি ড্রামে বরিশালের বিভিন্ন বিল থেকে ধরা বিলুপ্ত প্রজাতির ৪৯৪টি কচ্ছপ ছিল। বরিশালের আগৈলঝড়া উপজেলা থেকে সেগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি আরও জানান, কচ্ছপগুলো বর্তমানে তাদের তত্ত্বাবধানে রয়েছে। সেগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে।

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা এবং গ্রেফতার ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।

আলমগীর হান্নান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।