শৈত্যপ্রবাহে আজও সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

টানা দশদিন যাবৎ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে সাধারণ মানুষসহ প্রাণিকূল। প্রতিদিনই ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা। শনিবার সকালেও যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ নিয়ে এই মৌসুমে তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড করা হলো।

জানুয়ারির শুরু থেকেই যশোরে তাপমাত্রা কমতে থাকে। শুরু হয় শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের শুরুতেই গত ৫ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। এরপর তাপমাত্রা কমতে কমতে এই জেলায় ৫ দশমিক ২ ডিগ্রি পর্যন্ত নামে। এরপর তাপমাত্রা সামান্য বাড়লেও গত ১১ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে।

আজ শনিবার সকালেও দেশের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। যদিও এদিন সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, খুলনা বিভাগ জুড়ে চলা মাঝারি শৈত্যপ্রবাহ আরও দু’একদিন চলতে পারে।

জানা যায়, গত কয়েক বছর পর এবার পৌষের মাঝামাঝিতে এই অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়। ২০১৩ সালের জানুয়ারিতে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।