খালের কচুরিপানা থেকে শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামে খালের কচুরিপানার ওপর থেকে এক শিশুকে (ছেলে) উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে শিশুটির কান্না শুনতে পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

গৌরনদী মডেল থানা পুলিশের (ওসি ) মো. মনিরুল ইসলাম জানান, চন্দ্রহার গ্রামের নজরুল সরদারের স্ত্রী লাইজু বেগম শুক্রবার দুপুরে প্রতিবেশী মোসলেম ফকিরের বাড়ির কাছে খালের ভেতর কচুরিপানার উপর এক শিশুর কান্না শুনতে পায়। এসময় লাইজু বেগম খালের ভেতর কচুরিপানার ওপর থেকে জীবিত অবস্থায় ১৫/১৬ মাস বয়সের এই শিশুটিকে উদ্ধার করেন।

জনপ্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী নজরুল সরদার ও তার স্ত্রী লাইজু বেগম সন্ধ্যায় শিশুটিকে থানায় সোপর্দ করেন।

ওসি আরও জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাকে দুধ পান করানো হয়েছে। শিশুটিকে সেফ হোমে হস্তান্তরের জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে। এছাড়া শিশুটির বাবা মার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

সাইফ আমীন/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।