ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনের পিঠা উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিনের শীতকালীন পিঠা উৎসব। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজিত এ পিঠা উৎসবে ভাপা, পাটিসাপটা, রসে ভেজা চিতই, পুলি, মালপোয়া ও চন্দ্রপুলিসহ শীতের হরেক রকম পিঠার ১৫টি স্টল সাজানো হয়েছে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। পরে উদ্বোধনী আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আজিজুল সঞ্চয়/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।