কানের দুল চুরির অভিযোগে কলেজছাত্রকে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

মাদারীপুরের কালকিনিতে কানের দুল ও টাকা চুরির অভিযোগে মো. রুবেল হোসেন নামে এক কলেজছাত্রকে মারধর করেছে হোটেল মালিক।

এ ঘটনায় বিক্ষুদ্ধ কলেজ শিক্ষার্থীরা ওই হোটেলে ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌর এলাকার ঝাউতলা গ্রামের মো. আজিজ কলেজের পাশে হোটেল দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কিছুদিন আগে ওই হোটেল থেকে তার স্ত্রীর কানের দুল ও দেড় হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনার চোর সন্দেহে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্স ফাইনাল বর্ষের ছাত্র মো. রুবেলকে হোটেলে ধরে মারধর করে আজিজ। পরে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি জানতে পেরে কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওই হোটেলে ভাঙচুর চালিয়েছে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ হাসানুল হক সিরাজী বলেন, বিনা কারণে আমার কলেজের শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তবে ওই হোটেল কোনো শিক্ষার্থী ভাঙচুর করেনি।

অভিযুক্ত হোটেল মালিক আজিজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) মো. বাশার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ কে এম, নাসিরুল হক/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।