কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনকালে গর্ত ধসে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগে পাথর উত্তোলনকালে গর্ত ধসে মাটি চাপায় স্বপন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে প্রেরণ করে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, নিহত স্বপনের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে মামলা হবে।

ওসি আরও বলেন, যে গর্তে ওই শ্রমিক মারা যান সেই গর্তের মালিক আমির হোসেন। তাকে আটকের চেষ্টা চলছে।

এর আগে গত ২ জানুয়ারি গোয়াইনঘাটের জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে মারা যান ৪ শ্রমিক। এ নিয়ে গত এক বছরে সিলেটের বিভিন্ন কোয়ারিতে মাটি চাপা পড়ে অন্তত ৩২ শ্রমিক নিহত হন।

ছামির মাহমুদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।