বিবাহবার্ষিকী পালনে ফের বাংলাদেশে সেই মার্কিন তরুণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১০ জানুয়ারি ২০১৮

আমেরিকা থেকে ঝিনাইদহের শ্বশুর বাড়িতে এসে বিবাহবার্ষিকী পালন করলেন সেই মার্কিন তরুণী এলিজাবেথ। ২০১৭ সালের ৬ই জানুয়ারি তিনি কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসকে বিয়ে করেন। এরআগে ২ জানুয়ারি প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসেন ওই মার্কিন তরুণী।

তখন মিঠুন বিশ্বাস জানিয়েছলেন, তিনি সিংগাপুরে ছিলেন বেশ কয়েক বছর। মূলত এলিজাবেথের সঙ্গে সম্পর্কটা শুরু হয় ওখান থেকেই ফেসবুকের মাধ্যমে। ২০১৫ সালে বন্ধুত্ব শুরু। তারা দুই জনেই খ্রিষ্টান ধর্মের হওয়ায় সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২ জানুয়ারি এলিজাবেথ বাংলাদেশে চলে আসে। পরবর্তীতে ধর্মীয় রীতি মেনে গত ৬ই জানুয়ারি তাদের বিয়ে হয়।

love

বিয়ের এক বছর পর যুক্তরাষ্ট্র থেকে এসে লাল শাড়িতে বধূ বেশে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটেন তিনি। বিবাহবার্ষিকী পালন করতে এ সপ্তাহেই তিনি বাংলাদেশে এসেছেন।

বিয়ের পর এলিজাবেথ বেশ কিছুদিন শ্বশুরবাড়ি ঝিনাইদহের রাখালগাছিতেই থাকেন। আমেরিকা ফিরে যাওয়ার সময় স্বামী মিঠুনকেও নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ভিসা জটিলতায় তাকে রেখেই চলে যেতে হয় এলিজাবেথকে।

এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।