বদলগাছীতে বিচারাধীন জমি দখলের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নওগাঁর বদলগাছীতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা ও সাইনবোর্ড টানিয়ে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় দলিল লেখক সমিতির বিরুদ্ধে।

দলিল লেখক সমিতির লোকজন ওই জমিটি দখলে নিয়ে সোমবার সকাল থেকে দলিল লেখার কাজ শুরু করেছেন। গত ২৪ ডিসেম্বর রাতে ওই জমিতে থাকা ২৭টি ফলদ আম গাছ কেটে ফেলা হয়। ওই ঘটনার পরদিন জমির মালিক মৃত মফিজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর সেলিম বাদী হয়ে বদলগাছী থানায় অভিযোগ করলেও পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ করেনি।

সরেজমিনে দেখা যায়, বদলগাছী টিঅ্যান্ডটি অফিসের পাশে বিরোধপূর্ণ ওই জমির পশ্চিম পাশে টিন দিয়ে ঘর তৈরি করে সেখানে দলিল লেখার কাজ করছেন দলিল লেখকেরা। আর এক পাশে বদলগাছী সাব-রেজিস্ট্রি অফিস-এর জন্য নির্ধারিত স্থান লেখা একটি সাইনবোর্ড টানানো রয়েছে।

জমির মালিক মৃত মফিজ উদ্দীন আহম্মেদের ছেলে জাহাঙ্গীর সেলিম বলেন, গত ২৪ ডিসেম্বর দলিল লেখক সমিতির লোকজন ওই জমিতে থাকা বেশ কিছু আম গাছ কেটে ফেলে।

বদলগাছী দলিল লেখক সমিতির সভাপতি সেকেন্দার আলী বলেন, সরকার বদলগাছী সাব-রেজিস্ট্রি অফিসের নামে ওই জমিটি চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা সেখানে দখলে গেছি।

বদলগাছী উপজেলার সাব-রেজিস্টার পারভেজ খান জানান, ওই জমিটি নিয়ে আদালতে মামলা রয়েছে। আদালতের রায় যার পক্ষে যাবে তারাই জমিটি পাবে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমি দখল করতে পারবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ওই জমিতে স্থাপনা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জমিটি বিরোধপূর্ণ হওয়ায় উভয়পক্ষকে শান্তি অবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

আব্বাস আলী/এমএএস/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।