মহেশপুর থানার আরও চার পুলিশকে প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় নৈশকোচে ডাকাতির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মহেশপুর থানার এক এসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে প্রত্যাহার করা হয়।

এরা হলেন- এসআই আনিচুর রহমান, কনস্টেবল আব্দুল গাফ্ফার, আসাদুল হক ও ইমরান হোসেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত ৪ জানুয়ারি মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী নৈশ কোচ সোনারতরী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জানুয়ারি পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে তদন্তের পর সড়কে কর্তব্যরত অবস্থায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও তিন কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

এর আগে সোমবার প্রশাসনিক কারণে একই থানার এক এসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।