শীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

গত এক সপ্তাহে রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতালে ঠান্ডা, শীত ও ডায়রিয়াজনিত রোগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৮৪ শিশু ও বয়স্ক রোগী।

রাজবাড়ী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৫টি শিশু ও ২ জন বয়স্ক রোগী এবং শিশু ওয়ার্ডে ৮ শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Rajbari-(2)

রাজবাড়ী সদর হাসপাতালের ডায়রিয়া ও শিশু ওয়ার্ড সূত্রে জানা গেছে,গত এক সপ্তাহে শিশু ও বয়স্কসহ মোট ৮৪ রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে ৩৪ শিশু ও ২৫ বয়স্ক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়া শিশু ওয়ার্ডে ভর্তি হতে হয়েছে ২৫ শিশুকে।

রাজবাড়ী সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. গোলাম ফারুক জানান, স্বল্প জনবল নিয়ে তারা সাধ্য মতো চিকিৎসা সেবা দিচ্ছেন। ঠান্ডাজনিত কারণে সাধারণত ডায়রীয়া রোগীর সংখ্যা বেশি থাকে।

শিশুদের চিকিৎসা দেয়ার পাশাপাশি অভিভাবকদের ডায়রিয়া বিষয়ে সচেতনও করা হচ্ছে।

রুবেলুর রহমান/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।