মহেশপুর থানার এসআইসহ ৪ পুলিশ ক্লোজড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

 

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের এসআই নাজমুল হকসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। প্রশাসনিক কারণে তাদের ক্লোজড করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ক্লোজড পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মনিরুজ্জামান, এইচ এম এরশাদ ও ওলিয়ার রহমান।

তবে অভিযোগ পাওয়া গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে মহেশপুরের পুরন্দপুর নামক স্থানে সোনারতরী পরিবহনে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ে কতিপয় ব্যক্তি ৬৫ পিস স্বর্ণের বার উদ্ধার করে। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ। এ ঘটনা সামনে রেখে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা (মামলা নং ১০) দায়ের করে নিবিড় অনুসন্ধানে নামে পুলিশ। ডাকাতির এই মামলাটি তদন্ত করছে মহেশপুর থানার এসআই আনিসুর রহমান। এদিকে অনুসন্ধান চালিয়ে ঘটনার দিন সোনারতরী বাসে অভিযান চালানো ডিউটিরত পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়। এরপর জেলা পুলিশ তাদের বিরুদ্ধে তদন্তে নামে।

মহেশপুর থানা পুলিশের এসআই নাজমুল হক বলেন,ঘটনার দিন রাতে আমি হাইওয়েতে ডিউটিতে ছিলাম। সোমবার সকালে শুনি আমিসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। কি কারণেিআমাদের ক্লোজড করা হয়েছে জানি না।

মহেশপুর থানা পুলিশের ওসি আহম্মেদ কবির জানান, প্রশাসনিক কারণে তাদের সোমবার সকালে ক্লোজড করা হয়েছে। কি কারণে ক্লোজড করা হয়েছে তা জানি না। তবে তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে।

এ ব্যাপারে ঝিনাইদহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, স্বর্ণ উদ্ধার নয়, প্রশাসনিক কারণে চার পুলিশকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।