জামালপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রেলের টিকিট বিক্রি


প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৫ জুলাই ২০১৫

কালো বাজারি বন্ধে ঢাকা-জামালপুর রুটে ঈদ ফিরতি অগ্রিম টিকেট জামালপুর স্টেশনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলওয়ে বিভাগ। বৃহস্পতিবার থেকে জামালপুরে অগ্রিম ঈদ ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর রেলওয়ে স্টেশন কাউন্টারে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম (ঈদ ফিরতি) টিকেট বিক্রি শুরু করা হবে। টিকিট বিক্রি শুরুর প্রথম দিনে শুধু আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

টিকিট বিক্রি শুরুর পরের দিন আন্তঃনগর তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং অগ্নিবীণার ঈদ পরবর্তী অগ্রিম টিকেট যাত্রীরা কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। একজন নির্বাহী মেজিস্ট্রেট উপস্থিত থেকে টিকিট কালো বাজারী বন্ধে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ।

স্টেশন মাস্টার মো. জহুরুল ইসলাম জানান, ঈদের দিন কোন অগ্রিম টিকেট বিক্রি করা হবে না। একজন যাত্রী যে কোন আন্তঃনগর ট্রেনের মাত্র দু’টি টিকেট একসঙ্গে ক্রয় করতে পারবেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।