হয়রানি থেকে মুক্তি পেতে ভুক্তভোগীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার মমিন উল্যা নামের এক ব্যক্তির হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অর্ধশতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন করেন। এ সময় মমিন উল্যা ও তার সহযোগীদের বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

মানববন্ধনে অভিযোগ করা হয়, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার প্রভাবশালী মমিন উল্যা ও তার অনুসারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে কয়েকটি পরিবার। তারা খুন, চাঁদাবাজি, জোরজুলুম, জাল দলিল তৈরি করে জমি ও ঘর-ভিটা দখল এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নিরীহ ব্যক্তিদের হয়রানি করছে।

স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিতভাবে প্রতিকার চেয়েও কোনো সুফল মেলেনি। এজন্য বাধ্য হয়েই তারা মানববন্ধন করেছেন। এ সময় মমিন উল্যাকে ভূমিদস্যু ও ডাকাত আখ্যা দিয়ে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ভুক্তভোগীরা বিচারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তেওয়ারীগঞ্জ এলাকার ভুক্তভোগী আনোয়ার হোসেন, হাসানুজ্জামান মাসুম, জামাল উদ্দিন, জহিরুল ইসলাম ও ইসমাইলসহ অনেকে।

কাজল কায়েস/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।