ভাগ্য ফিরল না আমিন মিয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

সৌদী প্রবাসী আমিন মিয়ার (৩৩) মৃত্যু সংবাদে পরিবারে চলছে শোকের আহাজারি। নিহত আমিন মিয়া টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল উত্তরপাড়ার রহিম মিয়ার বড় ছেলে। গত বছরের ১ নভেম্বর ৬ লাখ টাকা ব্যয় করে সৌদী আরব যান আমিন। সৌদীর আল ফাহাদ কোম্পানিতে পরিচ্ছন্নকর্মী হিসেবে যোগদান করেন তিনি।

নিহত আমিন মিয়ার বাবা রহিম মিয়া বলেন, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম ভাগ্য ফেরানোর জন্য। কিন্তু এখন ছেলের মরদেহ ফিরবে।

সৌদী আরবের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির মধ্যে আমিন মিয়াও রয়েছেন বলে নিশ্চিত করেছেন ডুবাইল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুল ইসলাম।

late

উল্লেখ্য, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশিসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় শনিবার সকালে সৌদির জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই জিজান প্রদেশের আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।