১৪ বোমাসহ আওয়ামী লীগের ৩ কর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

যশোরের বেনাপোলে আওয়ামী লীগ কার্যালয়ের পেছন থেকে ১৪টি হাতবোমা, ৪টি রামদা ও ৪টি লোহার রডসহ তিন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার দুপুরে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ের বিপরীতে আওয়ামী লীগ কার্যালয়ের পেছন থেকে এ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পৌরসভার ভবারবেড় কগ্রামের শাহাজানের ছেলে মধু (২৬), গোলম খবীরের ছেলে ইরশাদ (২৬) ও আব্বাস আলীর ছেলে রনি (২৫)।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার শহিদুল ইসলাম শহিদ জানান, তাদের কাছে গোপন খবর আসে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বেনাপোল আওয়ামী লীগের কার্যালয়ের পাশে ধারাল অস্ত্র ও বোমা নিয়ে দুর্বৃত্তরা অবস্থান করছে।

পরে তারা অভিযান চালিয়ে সেখান থেকে হাতবোমা ও ধারাল অস্ত্র উদ্ধার করে। এ সময় বোমার পাহারাদার তিনজনকে আটক করা হয়।

তবে এ তিনজনকে আটকের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান দাবি করেছেন, দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা একটি পক্ষের ষড়যন্ত্র।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।