২০ মামলার আসামি শিবির নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শিবিরের সাবেক সভাপতি আবদুল আহাদকে (২৮) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার ২০টি মামলা রয়েছে। শনিবার দুপুরে ওই শিবির নেতার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার পাটওয়ারী হাটে অভিযান চালানো হয়। এ সময় শিবির নেতা আবদুল আহাদকে গ্রেফতার করা হয়। তিনি পাটওয়ারি হাট এলাকার বশির আহাম্মদের ছেলে।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, শিবির নেতা আহাদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার ২০টি মামলা রয়েছে। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকালে এ মামলাগুলো থানায় দায়ের করা হয়েছিল। ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।